Bera jaal Bengali song lyrics – Ishan Mitra Lyrics
Singer | Ishan Mitra |
Singer | Amit-Ishan |
Music | Amit-Ishan |
Song Writer | Ishan |
একটা মানুষ ছিল গল্প ভরা
একলা শেষের সারিতে,
একলা মানুষ কিছু অল্প তারা
কাঁদতো রাতের বাড়িতে।
তার ছেঁড়া তার নৌকোর হাহাকার
বালুচর ঘুরে মরেছে,
তার বেড়াজাল বারবার ছুঁয়ে নোনাজল
জানলা জুড়ে পুড়েছে।
সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজোনা
এ আঁধার রাতের তরণী,
যে পার করোনি এ পথ অজানা।
থেমোনা এ রাতে জোছনা কাঁদে
জেগোনা জেগেছে মোহনায়,
আজ বাঁচতে চাইছে কেউ কি অবেলায়
আগুনে ফাগুন বুনেছে,
আজ বাঁচতে চাইছে কেউ কি মহাকাশ
পাঁজরে জাহাজ এঁকেছে,
সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজো না,
এ আঁধার রাতের তরণী
যে পার করনি এ পথ অজানা।
For more lyrics |CLICK HERE|
Facebook Comments
192total visits,1visits today